দ্বাদশ বিশ্ব কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন অনুষ্ঠিত
  2017-12-13 11:10:33  cri
ডিসেম্বর ১৩: চীনের সি আন শহরে গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হয় দ্বাদশ বিশ্ব কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন। চীনের উপ-প্রধানমন্ত্রী ও কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দফতর পরিষদের চেয়ারম্যান লিউ ইয়ান তোং সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিউ ইয়ান তোং তার ভাষণে বলেন, কনফুসিয়াস ইন্সটিটিউটকে ভাষা ও সভ্যতা বিনিময়ের প্ল্যাটফর্ম এবং মৈত্রী ও সহযোগিতার সেতু হিসেবে গড়ে তুলতে হবে। তিনি কনফুসিয়াস ইন্সটিটিউটগুলোর শিক্ষা, শিক্ষা উপকরণ, ও শিক্ষকদের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইন্সটিটিউটের শিক্ষকদের প্রশিক্ষণের ওপরও জোর দিতে হবে।

১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রায় আড়াই হাজার প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040