চীন-দক্ষিণ এশিয়ার পঞ্চম মেলা ও ২৫তম চীনের কুনমিং আমদানি ও রপ্তানি বাণিজ্য মেলার প্রস্তুতি সম্মেলন আজ বেইজিংয়ে অনুষ্ঠিত
  2017-12-12 19:02:33  cri

ডিসেম্বর ১২: চীন-দক্ষিণ এশিয়ার পঞ্চম মেলা ও ২৫তম চীনের কুনমিং আমদানি ও রপ্তানি বাণিজ্য মেলার প্রস্তুতি সম্মেলন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।

চীনের উপবাণিজ্যমন্ত্রী ছিয়েন খ্য মিং, ইউননান প্রদেশের ভাইস গভর্নর ছেন শুন এবং চীনে নিযুক্ত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সমূহের রাষ্ট্রদূতগণ সম্মেলনে অংশ নেন।

ছেন শুন তাঁর ভাষণে বলেন, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউননান প্রদেশের গণ সরকারের যৌথ উদ্যোগে চীন-দক্ষিণ এশিয়ার মেলা ইতোপূর্বে সাফল্যের সঙ্গে চার বার অনুষ্ঠিত হয়। চীনের কুনমিং আমদানি ও রপ্তানি বাণিজ্য মেলা সাফল্যের সঙ্গে ২৪ বার অনুষ্ঠিত হয়। এ দুটি মেলা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বহুপক্ষীয় কূটনীতি, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় গভীরতর করার গুরুত্বপূর্ণ বাহক এবং 'এক অঞ্চল এক পথ' নির্মাণে বিভিন্ন ক্ষেত্রে ও পর্যায়ে বিনিময় ও সহযোগিতার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হয়ে ওঠে, যা এই অঞ্চলে পারস্পরিক সমঝোতা বাড়ানো, মতৈক্য সংযুক্ত করা এবং সহযোগিতা গভীরতর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি আরো বলেন, চীন সরকারের অনুমোদন পেয়ে চীন-দক্ষিণ এশিয়ার পঞ্চম মেলা ও ২৫তম চীনের কুনমিং আমদানি ও রপ্তানি বাণিজ্য মেলা ২০১৮ সালের ১২ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যারা এই দিনের সম্মেলনে অংশ নেন তাদের স্বাগত জানান চীনের উপ বাণিজ্যমন্ত্রী ছিয়েন খ্য মিং।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040