অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা জোরদার করবে চীন : চীনা প্রতিনিধি
  2017-12-12 18:13:25  cri
ডিসেম্বর ১২: বিশ্ব বাণিজ্য সংস্থার ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রতিনিধি দলের পরিচালক, বাণিজ্যমন্ত্রী চুং সান সম্মেলনে দেওয়া ভাষণে জোর দিয়ে বলেছেন যে, চীন বরাবরই অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার দৃঢ় সমর্থক দেশ।

ভাষণে চুং সান উল্লেখ করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে বলেছেন যে চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সমর্থন করে, যাতে একটি উম্মুক্ত বিশ্ব অর্থনীতি প্রতিষ্ঠা এগিয়ে নিয়ে যাওয়া যায়।

তিনি আরো বলেন, অর্থনৈতিক বিশ্বায়ন হলো বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। নতুন পরিস্থিতি ও চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যরাষ্ট্রের সঙ্গে অভিন্ন চেষ্টার মাধ্যমে অর্থনৈতিক বিশ্বায়ন ত্বরানিত্ব করতে ইচ্ছুক চীন।

সম্মেলনকালে বিশ্ব বাণিজ্য সংস্থার সচিবালয়ের সঙ্গে সপ্তম 'চীনা প্রকল্প' স্মারক স্বাক্ষর করে চীন।

আগামী বছরের নভেম্বর মাসে শাংহাইয়ে প্রথম চীন আন্তর্জাতিক আমদানী মেলা অনুষ্ঠিত হবে। তা বিশ্বের কাছে বাজার খোলার একটি বড় পদক্ষেপ। বিভিন্ন অংশগ্রহণকারী দেশের জন্য তা সুবিধা এনে দেবে এবং একে স্বাগত জানায় বেইজিং।

(জিনিয়া ওয়াং/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040