চাঁদে পুনরায় মার্কিন নভোচারী প্রেরণে ট্রাম্পের ঘোষণা
  2017-12-12 15:50:20  cri
ডিসেম্বর ১২: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) স্বাক্ষরিত মহাকাশ নীতি সংক্রান্ত এক নির্দেশনায় চাঁদে আবার মার্কিন নভোচারীদের ফিরে যাওয়া এবং চুরান্তভাবে মঙ্গলগ্রহে যাওয়ার কথা ঘোষণা করেন।

সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র চাঁদে পা রাখা ছাড়াও ভবিষ্যতে মানুষবাহী মঙ্গলগ্রহ অভিযানের ভিত্তি স্থাপন করতে চায়। ভবিষ্যতে মঙ্গলগ্রহ ছাড়া মহাকাশের অন্য জগতে প্রবেশ করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্প মার্কিন নভোচারীদের নতুন করে চাঁদে যাওয়ার সময়সূচি উল্লেখ করেননি।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের বিদায়ের পর তিনি জলবায়ুর পরিবর্তন, চিকিত্সা ও স্বাস্থ্যসহ বেশ কয়েকটি ক্ষেত্রে গবেষণার তহবিল হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মহাকাশ ক্ষেত্রে বেশি গুরুত্ব দেন ট্রাম্প। ২০৩৩ সালে মঙ্গলগ্রহ সাফল্য লাভ করার সম্ভাবনা নিয়ে গবেষণা করার অনুরোধ জানানো ছাড়াও, তিনি মার্কিন জাতীয় মহাকাশ কমিটি নতুন করে প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040