পরিবেশ উন্নয়নসাধন বিষয়ে চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা বিশ্বকে অনুপ্রাণিত করেছে
  2017-12-12 15:07:05  cri

ডিসেম্বর ১২: পরিবেশ উন্নয়নসাধন বিষয়ে চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা বিশ্বকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের নির্বাহী পরিচালক এরিক সোলহেইম। গতকাল (সোমবার) এক সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।

সোলহেইম বলেন, গেল ৩০ বছরে অর্থনীতি উন্নয়নে চীন বেশ অগ্রগতি অর্জন করে কিন্তু এর পাশাপাশি পরিবেশ বিষয়ে কিছু মূল্য দিতে হয়েছে। এখন চীন দু'টি বিষয় একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। দারিদ্র বিমোচনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে।

তিনি মনে করেন, দ্রুত উন্নীত একটি উন্নয়নশীল দেশ হিসেবে চীনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে দেশটি সংশ্লিষ্ট প্রযুক্তি ও পরিকল্পনা আবিষ্কার করতে পারবে। যেমন মানুষকে বেশি গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করতে উত্সাহ দেওয়া।

চীনের কঠোর প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে সোলহেইম বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ ছাড়াও চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাস্তব পরিবেশ উজ্জ্বল করার প্রযুক্তি সরবরাহ করা উচিত্।

তিনি বলেন, চীনের প্রাকৃতিক সভ্যতার ওপর প্রত্যাশা রাখে জাতিসংঘ পরিবেশ কার্যক্রম এবং 'এক অঞ্চল, এক পথ'সহ নানা উদ্যোগের মাধ্যমে এ ধারণা বিদেশে প্রচার করতে হবে। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040