নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
  2017-12-12 15:06:14  cri

ডিসেম্বর ১২: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল (সোমবার) নয়াদিল্লিতে চীন-রাশিয়া-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চদশ বৈঠকের অবকাশে এক বৈঠকে মিলিত হন।

ওয়াং ই বলেন, বর্তমানে চীন-ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণ এক সময়ে রয়েছে এবং দু'দেশের সম্পর্কের উন্নয়নে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। চীন ও ভারত বিশ্বের প্রভাবিত বড় দেশ এবং সুদূরপ্রসারী ও আন্তর্জাতিক দৃষ্টিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে দেখা উচিত। দু'দেশের উচিত্ কৌশলগত বিনিময় জোরদার করা, ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত দু'দেশের সম্পর্কের কিছু সমস্যা যথাযথভাবে সমাধান করা, সমস্যার রাজনীতিকরণ ও জটিলতা এড়ানো এবং দু'দেশের উন্নয়নের সামগ্রিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব প্রতিরোধ করা। এ ছাড়া, চীন আন্ত:যোগাযোগ বিষয়ে ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

দোভাল বলেন, ভারত ও চীন এশিয়ার বড় দেশ এবং দেশ দু'টির বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ইতিহাস সুদীর্ঘ। মতভেদের চেয়ে দু'দেশের মধ্যে মতামতের অভিন্নতা বেশি। দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু সমস্যা দু'দেশের সম্পর্কের উন্নয়নের সামগ্রিক পরিস্থিতি ও উদ্দেশ্যের ওপর প্রভাব ফেলবে না। কৌশলগত পারস্পারিক আস্থা জোরদার, মতভেদ নিয়ন্ত্রণ এবং আন্তঃযোগাযোগসহ নানা ক্ষেত্রে দু'দেশের বিনিময় ও সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ভারত। এর পাশাপাশি আন্তর্জাতিক ব্যাপারে দু'দেশ বিনিময় ও সমন্বয় জোরদার করে নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করবে বলেও তিনি উল্লেখ করেন। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040