নয়াদিল্লিতে চীন-রাশিয়া-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চদশ বৈঠকে ওয়াং ই'র বক্তব্য
  2017-12-12 15:05:12  cri

ডিসেম্বর ১২: চীন-রাশিয়া-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চদশ বৈঠক গতকাল (সোমবার) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-রাশিয়া-ভারত সহযোগিতাব্যবস্থা বিশ্ব বহুমেরু ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রের প্রবণতা অনুসরণ করে, যা এতদাঞ্চল এমনকি সারা বিশ্বের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। গেল ১৫ বছরে তিন দেশের যৌথ প্রচেষ্টায় চীন-রাশিয়া-ভারত সহযোগিতায় দৃঢ় জীবনীশক্তি ও বিশাল সুপ্ত শক্তি দেখা যায়। বর্তমানে বিশ্ব বড় সংস্কার ও সমন্বয় এমন একটি যুগে রয়েছে, অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। চীন, রাশিয়া ও ভারতের তিনটি নবোদিত বাজার দেশ হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত। দেশ তিনটির উচিত বিশ্বের স্থিতিশীল ও নিশ্চিত একটি শক্তিতে পরিণত হওয়া।

ওয়াং ই বলেন, চীন-রাশিয়া-ভারত সহযোগিতার গুরুত্ব হল আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কৌশলগত বিনিময় ও সমন্বয়। বিশ্বের প্রতি একই কণ্ঠে কথা বলা, যা আন্তর্জাতিক শৃঙখলার আরও ন্যায্য দিক উন্নয়নের জন্য সহায়ক এবং নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশের অধিকারকে রক্ষা করতে পারবে।

ওয়াং ই আরও বলেন, চীন, রাশিয়া ও ভারতের বড় দেশের দায়িত্ব বহন এবং নেতৃত্বের ভূমিকা পালন করা উচিত। এ তিনটি দেশের উচিত উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলে বিশ্বায়নের পুন:ভারসাম্য বাস্তবায়ন করা, বিশ্ব অর্থনৈতিক প্রশাসনের সংস্কার এগিয়ে নিয়ে যাওয়া, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা এবং ২০৩০ টেকসই উন্নয়ন কার্যতালিকার বাস্তবায়ন ও ইউরেশিয়ার আন্তঃযোগাযোগ ত্বরান্বিত করা। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040