ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বৈঠক
  2017-12-12 14:59:33  cri
ডিসেম্বর ১২: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) নয়াদিল্লীতে অনুষ্ঠিত চীন-রাশিয়া-ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম বৈঠকে অংশ নেওয়ার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে ওয়াং ই বলেন, ২০১৭ সালে চীন ও ভারত সম্পর্ক উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে এবং এজন্য উভয় পক্ষ অনেক প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক তেমন সন্তোষজনক নয়। দোকলামে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সীমান্ত অতিক্রমের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অবশেষে কূটনৈতিক পদ্ধতিতে এই ঘটনার অবসান ঘটে। এমন ধরনের ঘটনা এড়াতে এ ঘটনা থেকে অভিজ্ঞতা গ্রহণ করা উচিত্ বলে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেন।

ওয়াং ই আরো বলেন, চীন-ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণ এক সময়ে অবস্থান করছে। দু'দেশের মধ্যে সবচে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক আস্থা গড়ে তোলা। তাই বিভিন্ন পর্যায়ের কৌশলগত যোগাযোগ জোরদার, ইতোমধ্যে স্থাপিত সংলাপের ব্যবস্থা পুনরুদ্ধার এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীরতর করার সঙ্গে সঙ্গে দু'পক্ষের মতভেদ নিয়ন্ত্রণ করা এবং সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা উচিত্।

স্বরাজ বলেন, ভারত বরাবরই চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নকে ভারতের কূটনৈতিক নীতির গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে গন্য করে ভারত। বর্তমানে বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত ও চীনের সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও মূলত স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে। ভারত চীনের সঙ্গে নানা দ্বিপক্ষীয় ব্যবস্থা পুনরুদ্ধার করতে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক বলে তিনি জোর দিয়ে বলেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040