বিশ্ব বাণিজ্য সংস্থার ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনের বক্তব্য
  2017-12-12 10:53:52  cri
সুপ্রিয় শ্রোতা, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে চলছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও'র ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। দেশটির স্থানীয় সময় ১১ ডিসেম্বর সোমবার এমসি১১ সম্মেলনের দ্বিতীয় দিনে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষি, সেবা, পুঁজি বিনিয়োগ, ই-কমার্সসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিন সকালের পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের বাণিজ্যমন্ত্রী চুং শান চীনের প্রতিনিধিদলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। আজকের সংবাদ পর্যালোচনায় এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আমি ওয়াং হাইমান ঊর্মি।

মন্ত্রী চুং শান বলেন, চীন সবসময় অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার দৃঢ় রক্ষক। ডব্লিউটিও'র সদস্য দেশের সঙ্গে আর্থিক বিশ্বায়ন ব্যবস্থা এগিয়ে নিতে চীন আগ্রহী বলে জানান তিনি। এ সম্পর্কে তিনি বলেন,

'আর্থিক বিশ্বায়ন বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবল চালিকাশক্তি যুগিয়েছে। বর্তমানে বিশ্ব বাণিজ্যের সংরক্ষণবাদ কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন। এক্ষেত্রে একটি দেশের পক্ষে এককভাবে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। সেই সঙ্গে কোনো একটি দেশ ডব্লিউটিও'র দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং, আমাদের উচিত আরো উন্মুক্ত, সহনশীল, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক কল্যাণের দিকে অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিয়ে যাওয়া।'

তিনি জোর দিয়ে বলেন, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশের অংশগ্রহণকে সমর্থন করে চীন। এ সম্পর্কে তিনি বলেন,

'ডব্লিউটিও'র সচিবালয়ের সঙ্গে সপ্তম দফা 'চীনা প্রকল্প' শীর্ষক স্মারকলিপি স্বাক্ষর করেছে চীন। বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় যোগ দিতে স্বল্পোন্নত দেশকে সাহায্যও করে চীন।'

তা ছাড়া, বাণিজ্যমন্ত্রী চুং শান আগামী বছর শাংহাইয়ে চীনের আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্যমেলা সম্পর্কে কিছু তথ্য জানান। এ সম্পর্কে তিনি বলেন,

'আগামী বছরের নভেম্বরে শাংহাই শহরে চীনের আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে। এটি অর্থনৈতিক বিশ্বায়ন ও বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিতে চীনের সুনির্দিষ্ট একটি উদ্যোগ। বাণিজ্যমেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশকে সুবিধা দেবে চীন। সেই সঙ্গে সেখানে 'হুং ছিয়াও' আন্তর্জাতিক বাণিজ্য ফোরামও অনুষ্ঠিত হবে। এতে সবাইকে স্বাগত জানায় চীন'।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি'র) ঊনবিংশ জাতীয় কংগ্রেস নতুন যুগে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সার্বিক আলোকপাত করেছে। এটি বৈশ্বিক ব্যবস্থাপনার ওপর গভীর ও ঐতিহাসিক প্রভাব ফেলবে। এতে অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ খুবই তাত্পর্যময়। বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় তাঁর উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী চুং শান। এটি এমসি১১-এর সুষ্ঠু আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডব্লিউটিও'র মহাপরিচালক রবার্তো আজাভেদো বলেন, শাংহাইয়ে চীনের আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্যমেলা আয়োজন করবে চীন। এ থেকে উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যিক সামর্থ্য বাড়াতে চীনের সহায়তা এবং পারস্পরিক কল্যাণের ধারণার মাধ্যমে চীনের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। এজন্য চীনের ভূয়সী প্রশংসা করেছে ডব্লিউটিও'র সদস্য দেশের মন্ত্রীরা। বাণিজ্যমেলার আন্তর্জাতিক সহযোগিতামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের সঙ্গে বাস্তব আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সবাই একমত হয়েছে।

চার দিনব্যাপী এমসি১১ গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ডব্লিউটিও'র ভবিষ্যত্ উন্নয়ন এবং ধারাবাহিক আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040