দুষ্টু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
  2017-12-12 09:25:15  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে হংকংয়ের কণ্ঠশিল্পী ছেন সিয়াও ছুনের শোনাবো। ছেন সিয়াও ছুন চীনের হংকংয়ের কণ্ঠশিল্পী ও অভিনেতা। আগের অনুষ্ঠানে আমি তার সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। 'দুষ্টু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত' গানটি হলো চীনের টেনসেন্ট কোম্পানির প্রকাশিত একটি অনলাইন গেমের থিম সং। গানটি গত ১ সেপ্টেম্বরে প্রকাশিত হয়।

তৌহিদ: 'দুষ্টু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত' গানে বলা হয়েছে, বায়ুতে যুদ্ধের গন্ধ ভাসে। বাতাসে আগাছা দুর্দান্তভাবে দুলছে। পৃথিবীতে আমার নাম জনপ্রিয়। কিন্তু দিনের পরও দিন আছে। জানতে চাই, কার দক্ষতা বেশি। বর্তমান জীবনকে মূল্যবান মনে করি, উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত দুষ্টুমি। পুরুষের চোখ, সেনার বোধ। এ উচ্চতায় আমি ও তুমি বাকি। বীরের মতো। আমি তোমার চেয়ে আরো শক্তিশালী হতে চাই। আমি রাত থেকে ভোর পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দেই। স্বাভাবিকভাবে আজীবন কাটিয়ে উদাস হবো। আমি চাই না!

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ১)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'দুষ্টু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত' নামের গান। এখন আমি আপনাদেরকে থান ওয়েই ওয়েই'র কণ্ঠে 'আমি উড়তে চাই' নামের গান শোনাবো। আগের অনুষ্ঠানে আমি থান ওয়েই ওয়েই'র সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। আপনাদের মনে আছে? 'আমি উড়তে চাই' গানটি পহেলা নভেম্বরে প্রকাশিত হয়।

তৌহিদ: গতকাল ক্লো ফুল ফুটেছে। কোকিল ডাকছে। স্কুলের সহকর্মীরা পূর্ববর্তীদের পথ অনুসরণ করে দুর্দান্তভাবে নতুন যুগের গান গাইছে। আমি উড়তে চাই, আমি উড়তে চাই। পাহাড়ের অন্য পাশে একটি সুখের বাগান রয়েছে। প্রিয়তম বাবা-মা আমাকে জানিয়েছেন যে, পরিশ্রমী মানুষ বাগানের মালিক হতে পারে। পরিশ্রমের বাগান সবচেয়ে সুন্দর। আমি উড়তে চাই, আমি উড়তে চাই।

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'আমি উড়তে চাই' গানটি। এখন আমি কণ্ঠশিল্পী সু সিং'র সম্পর্কে বলবো। সু সিং ১৯৮৪ সালের ৫ মার্চ শানসি প্রদেশের সিয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই খুবই দুষ্টু, কিন্তু লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে তিনি বাণিজ্য বিভাগে অধ্যয়ন করেন। পরে তিনি গণমাধ্যম বিভাগে স্থানান্তর হন। অবশেষে তিনি সংগীত বিভাগে গিয়ে হাজির হন। ২০০৩ সাল থেকে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তিনি হুনান প্রদেশের এক সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। এরপর তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এ বছর তিনি উপস্থাপকের ভূমিকা এবং নাটকে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি নেট সিরিজে অভিনয় শুরু করেন। এ বছর তিনি টিভি শোতে অংশ নেন। ২০১০ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সংগীত চর্চার পাশাপাশি তিনি সংগীত রচনা করছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তার কণ্ঠে 'বিশ্ব অনেক আলাদা' নামের গানটি শোনাবো।

তৌহিদ: 'বিশ্ব অনেক আলাদা' গানের কথা এমন

জীবনের সময় কিনতে চাই আমি। পার্টির ওই সুন্দর মেয়ে আমার লক্ষ্য। এজন্য নিজেকে সাজাতে চাই

আরেকটি পার্টি, ওই আকর্ষণীয় মেয়েটি আমার। লক্ষ্য!

আমার মন আকাশের সূর্যের মত।

আমি এ চমত্কার বিশ্বের দরজা খুলে দেখি.. এ যেনো খুবই আলাদা একটি বিশ্ব!

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ৩)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন গানটি। এখন আমি আপনাদেরকে কণ্ঠশিল্পী চৌ স্যুন সম্পর্কে কিছু বলি। চৌ স্যুন ১৯৭৪ সালের ১৮ অক্টোবরে চ্যচিয়াং প্রদেশের ছুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী । ১৯৯১ সালে তিনি এক চলচ্চিত্রে অভিনয় করার পর আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। ১৯৯৮ সালে তিনি ১৫তম প্যারিস আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি চীনের টিভি সিরিজের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন 'গোল্ডেন ঈগল' পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০০২ সালে তিনি চীনের চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০৫ সালে তিনি আলাদা আলাদাভাবে চীনের হংকংয়ের ২৫তম চলচ্চিত্র পুরস্কার ও তাইওয়ানের ৪৩তম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেত্রীর মর্যাদা লাভ করেন। ২০০৯ সালে তিনি ২৭তম গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড ও তৃতীয় এশিয়ান চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১০ সালে তিনি সিএনএন-এর এশিয়ার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। ২০১৪ সালে ফ্রান্সের সভ্যতা ও সংস্কৃতি'র নাইট পদক লাভ করেন। ২০১৫ সাল থেকে তিনি বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্রের বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। একজন চমত্কার অভিনেতার পাশাপাশি তিনি ভালো এক কণ্ঠশিল্পী। তিনি এ পর্যন্ত মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি চৌ স্যুন'র কণ্ঠে 'বাইরে' গানটি শোনাবো।

তৌহিদ: এ গানের কথায় বলা হয়েছে, বাইরের বিশ্ব খুবই বিস্ময়কর। আমি বাইরে বের হলে ব্যর্থ হবো কি! বাইরের বিশ্বে খুবই উদার। আমি বাইরে গিয়ে অবশ্যই বেঁচে থাকবো। বাসায় থাকলে আমি ভবিষ্যত্ দেখতে পারি না। আমি বাইরে গিয়ে আমার ভবিষ্যত্ খুঁজবো। আমি বর্তমান নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার আকাঙ্খা বাইরে চমত্কার বিশ্বে যাওয়া। বাইরে আরো বেশি সুযোগ আছে। আমি নিজেকে আবিষ্কার করবো। আমি আর এখানে ফিরে আসবো না।

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'বাইরে' শিরোনামের একটি গান। আশা করি, গানগুলো সবাই পছন্দ করেছেন।

তৌহিদ:শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি এ গানগুলোও আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

তৌহিদ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn।

মুক্তা: আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

তৌহিদ: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহে একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

তৌহিদ/মুক্তা: চাই চিয়ান।

(মুক্তা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040