'ডবল লক' প্রস্তাব বিবেচনা করতে বিভিন্ন পক্ষের প্রতি চীনের আহ্বান
  2017-12-11 18:50:02  cri
ডিসেম্বর ১১: কোরীয় উপদ্বীপ ইস্যুতে বিভিন্ন পক্ষ চীনের প্রস্তাব মনোযোগ দিয়ে বিবেচনা করবে বলে চীন আশা করে।

আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং একথা বলেন।

তিনি বলেন, চীনের উত্থাপিত 'ডবল লক' প্রস্তাব অধিক থেকে অধিকতর দেশ ও বিশেষজ্ঞদের সমর্থন পাচ্ছে।

মুখপাত্র আরো বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি শক্তি প্রদর্শন এবং বৈরিতার ভীতিকর চক্রে পড়ে গেছে এবং এর ভবিষ্যত আশাবাদী হওয়ার মত নয়। তবে শান্তির আশা শেষ হয়ে যায়নি। আলোচনার সম্ভাবনাও রয়েছে এবং কোনভাবেই বল প্রয়োগ গ্রহণযোগ্য নয়। সংলাপ পুনরুদ্ধারের জন্য চীন বাস্তব পদক্ষেপ নিয়ে কোরীয় উপদ্বীপের পরমাণু প্রক্রিয়া বন্ধ করতে উদ্যোগ নিতে রাজি হওয়ার সঙ্গে সঙ্গে 'ডবল লক' প্রস্তাব উত্থাপন করে।

সম্প্রতি কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যু বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতি চীনের এই 'ডবল লক' প্রস্তাব বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040