বিশ্ব বাণিজ্য সংস্থার বিনিয়োগ সহজীকরণ বিষয়ক মন্ত্রী পর্যায়ের প্রাতরাশ বৈঠকে চীনের বাণিজ্য মন্ত্রীর অংশ গ্রহণ
  2017-12-11 18:27:42  cri
ডিসেম্বর ১১: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে স্থানীয় সময় গতকাল রোববার সকালে বিশ্ব বাণিজ্য সংস্থার ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনকালে চীনের বাণিজ্য মন্ত্রী চুং সান চীনের উদ্যোগে বিনিয়োগ সহজায়ন বিষয়ক একটি প্রাতরাশ বৈঠকে উপস্থিত থেকে উদ্বোধনী ভাষণ দেন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আচওয়েডো এবং সংস্থার ৬৬টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এতে অংশ নেন।

ভাষণে বাণিজ্য মন্ত্রী চুং সান বলেন, চীন অব্যাহতভাবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করবে এবং একটি মুক্ত বিশ্ব অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন যে, উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণ এবং সহজীকরণ নীতি বাস্তবায়ন করবে চীন।

চুং সান আরো বলেন, আন্তঃসীমান্ত বিনিয়োগ হলো অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার প্রস্তাব করে চীন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রের অভিন্ন চেষ্টার মাধ্যমে গ্লোবাল বিনিয়োগ সহজীকরণ এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানায় বেইজিং।

এবারের সম্মেলনে 'বিনিয়োগ সহজীকরণ বিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ বিবৃতি' গৃহীত হয়েছে ।

(জিনিয়া ওয়াং/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040