চীনা চিকিত্সাদলের নেপালে বিনামূল্যে চিকিত্সা প্রদান শুরু
  2017-12-11 10:51:54  cri

ডিসেম্বর ১১: নেপালে চীনের সি ছুয়ান প্রদেশের চিকিত্সা সহায়তাদলের চিকিত্সা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (রোববার) দেশটির রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। প্রায় ২০ জন চিকিত্সক নিয়ে গঠিত এ দলটি কাঠমান্ডুর কাছাকাছি ৫টি অঞ্চলে বিনামূল্যে চিকিত্সা দেবেন।

জানা গেছে, এসব চিকিত্সকরা চীনের সি ছুয়ান প্রদেশের নানা হাসপাতাল ও স্বাস্থ্য সংস্থা থেকে সেখানে গিয়েছেন। আজ (সোমবার) থেকে দলটি স্থানীয় লোকদের চিকিত্সা দিতে শুরু করেন। তাদের সঙ্গে নেপালের আরনিকো সংস্থার কয়েকজন চিকিত্সকও কাজ করছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে চীন সরকারের প্রথম চিকিত্সাদল হিসেবে সি ছুয়ান প্রদেশের চিকিত্সাদল পাঠানো হয়। তার পর থেকে দু'পক্ষ স্বাস্থ্য ও দুর্যোগ প্রতিরোধসহ নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ বিনিময় বজায় রেখে আসছে। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040