নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে হবে নারীদের: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-12-09 18:52:51  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের যে দিশা দিয়ে গেছেন সে পথ ধরেই আজ নারীরা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে নারীকে আপন ভাগ্য জয় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারও দেশের পাঁচ বরেণ্য নারীকে রোকেয়া পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। এরা হলেন, লেখক-সাংবাদিক এ এন মাহফুজা খাতুন-বেবি মওদুদ, চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভারাণী ত্রিপুরা, সংগঠক মাজেদা শওকত আলী ও সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040