বেইজিংয়ে লি খ্য ছিয়াং ও মালদ্বীপের প্রেসিডেন্টের বৈঠক
  2017-12-08 10:00:39  cri

 

ডিসেম্বর ৮: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ের মহা গণভবনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

বৈঠকের শুরুতে চীন-মালদ্বীপ সম্পর্কের মূল্যায়ন করেন প্রধানমন্ত্রী লি। তিনি বলেন, ২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মালদ্বীপ সফর করেন। এরপর দু'দেশের সম্পর্ক সার্বিক বন্ধুত্বপূর্ণ অংশীদারি সম্পর্কে উন্নীত হয়েছে। দু'দেশের সম্পর্কে নতুন অগ্রগতি অর্জন করতে চায় চীন। এজন্য পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার কথা বলেন লি খ্য ছিয়াং।

তিনি আরো বলেন, চীন ও মালদ্বীপের পর্যটন সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। টানা সাত বছর ধরে মালদ্বীপের সর্বোচ্চ সংখ্যক পর্যটকের উত্স দেশ চীন। মালদ্বীপের সঙ্গে অবকাঠামো, বেসামরিক বিমানচলাচল, অর্থ-বাণিজ্য, সামুদ্রিক গবেষণা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে চীন আগ্রহী।

ইয়ামিন বলেন, মালদ্বীপ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ বছরে দু'দেশের সম্পর্ক দৃষ্টান্তমূলক পর্যায়ে উন্নীত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা দ্রুত উন্নত হয়েছে। মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040