প্রথম দক্ষিণ-দক্ষিণ মানবাধিকার ফোরাম বেইজিংয়ে শুরু:সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা
  2017-12-07 17:50:49  cri

ডিসেম্বর ৭: প্রথম দক্ষিণ-দক্ষিণ মানবাধিকার ফোরাম আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এতে ফোরাম আয়োজনে শুভকামনা জানানো হয় এবং আন্তর্জাতিক সমাজ ন্যায়সঙ্গত, সমান, উন্মুক্ত ও সহনশীল চেতনা নিয়ে উন্নয়নশীল দেশের জনগণের ইচ্ছাকে সম্মান, উন্নয়নশীল দেশের জনগণের সম্পূর্ণভাবে মানবাধিকার উপভোগ এবং মানবজাতির অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন সি।

অভিনন্দনবার্তায় সি বলেন, প্রত্যেক মানুষের সম্পূর্ণভাবে মানবাধিকার উপভোগ করা তা মানবজাতির মহান স্বপ্ন। সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নশীল দেশের জনগণ জাতীয় মুক্তি ও দেশের স্বাধীনতা, সম্মান, মর্যাদা ও সুখ উপভোগ এবং শান্তি ও উন্নয়ন বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়েছে। তা বিশ্বের মানবাধিকার কর্তব্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সি জোর দিয়ে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও চীন সরকার জনগণকে কেন্দ্র করে উন্নয়নের চিন্তাধারা অনুসরণ করে, জনগণের স্বার্থ সবচেয়ে উঁচু স্থানে রাখে এবং জনগণের সুখী জীবনযাপনের আশাকে সংগ্রামের লক্ষ্যমাত্রা হিসেবে আখ্যায়িত করে ও অব্যাহতভাবে চীনা জনগণের বিভিন্ন অধিকার নিশ্চিত করে।

তিনি আরো বলেন, বর্তমানে বিশ্বের উন্নয়নশীল দেশের লোকসংখ্যা ৮০ শতাংশেরও বেশি, মানবাধিকার কর্তব্য বিভিন্ন দেশের অবস্থান ও জনগণের চাহিদা অনুযায়ী চালু করতে হবে। চীনা জনগণ বিভিন্ন উন্নয়নশীল দেশের জনগণের সাথে সহযোগিতা করে মানবাধিকার কর্তব্যের উন্নয়ন ও যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে ইচ্ছুক। (সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040