চীনের সহায়তায় লংকান কিডনি হাসপাতালের নির্মাণকাজ শুরু
  2017-12-07 11:21:11  cri
ডিসেম্বর ৭: গতকাল (বুধবার) চীন সরকারের সহায়তায় শ্রীলংকার পোলোন্নারুয়া শহরে জাতীয় কিডনি হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে। লংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনাথাথানা এবং শ্রীলংকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ই সিয়ান লিয়াংসহ অন্যান্য কর্মকর্তারা এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লংকান প্রেসিডেন্ট বলেন, এ বছর চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এই হাসপাতাল শ্রীলংকা ও চীনের দীর্ঘ মৈত্রীর ফসল। লংকান কিডনি রোগীদের সেবায় চীনের এ অবদানের জন্য ধন্যবাদ জানায় শ্রীলংকা।

রাষ্ট্রদূত ই বলেন, এই হাসপাতাল চীন ও শ্রীলংকার শীর্ষনেতাদের ঘোষিত যৌথ সহযোগিতামূলক একটি প্রকল্প। কিডনি রোগ শ্রীলংকার জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। কিডনি রোগ প্রতিরোধ, চিকিত্সা ও গবেষণায় দেশটিকে সহায়তা দেবে চীন।

লংকান কর্তৃপক্ষের এক পরিসংখ্যানে বলা হয়, বর্তমানে দেশটিতে কিডনি রোগীর সংখ্যা ৭০ হাজার, প্রতি বছর কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায় হাজারেরও বেশি মানুষ।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040