পুবের জানালা, ৬ ডিসেম্বর ২০১৭
  2017-12-06 15:10:02  cri


গত ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি'র উদ্যোগে বেইজিং এ অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায়ের সংলাপ। প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনে বিশ্বের ১২০ টি দেশের ৩০০ টি রাজনৈতিক দলের ৬ শতাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সিপিসি'র সাধারণ সম্পাদক এবং চীনের প্রেসিডেন্ট সি জিন পিং সম্মেলনের উদ্বোধনী দিনে ভাষণ দেন।

এই সম্মেলনে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল অংশ নেন।

দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাম্বাসেডর জমিরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন খালেদ মাহমুদ চৌধুরী। অন্য দিকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিআরআই বাংলা বিভাগের পক্ষ থেকে উভয় প্রতিনিধি দলের সাথেই আমরা কথা বলেছিলাম। (শিশির/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040