নতুন সভাপতি প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর মনোনয়ন চূড়ান্ত করেছে ভারতীয় কংগ্রেস পার্টি
  2017-12-06 10:51:18  cri
ডিসেম্বর ৬: নতুন সভাপতি প্রার্থী হিসেবে রাহুল গান্ধীকে মনোনীত করেছে ভারতীয় কংগ্রেস পার্টি। গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় কংগ্রেস পার্টি'র কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর আবেদনপত্র গ্রহণ করেছে। এটি কমিটির পাওয়া একমাত্র আবেদনপত্র।

জানা গেছে, নির্বাচনের নিয়ম অনুযায়ী, কোন প্রার্থীর আবেদনপত্রের বিরুদ্ধে বিরোধীতা না থাকলে ভারতীয় কংগ্রেস পার্টি'র নতুন সভাপতি নির্বাচিত হবেন রাহুল গান্ধী।

ভারতীয় কংগ্রেস পার্টি'র অভ্যন্তরীণ সুত্রের বরাত দিয়ে সে দেশের একটি শীর্ষ সংবাদপত্রে বলা হয়, আগামী ১১ ডিসেম্বর নতুন সভাপতি পদে রাহুল গান্ধীর নির্বাচন নিশ্চিত করবে দলটি।

৪৭ বছর বয়সী রাহুল গান্ধী ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে ভারতীয় কংগ্রেস পার্টি'র ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ জনমত এই যে, এবারের ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্য হচ্ছে ২০১৯ সালে সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া। ধারণা করা হয় রাহুল গান্ধী আরও বেশি তরুণ-তরুণীদের সমর্থন আদায় করতে পারবেন।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040