এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2017-12-05 20:17:44  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃযোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন। কম্বোডিয়া সফরের তৃতীয় ও শেষ দিনে নমপেনে সাবেক প্রধানমন্ত্রী রানারিধের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই এ সহযোগিতা বাড়ানো উচিত। এক্ষেত্রে বাংলাদেশ পূর্ব-পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতুবন্ধ হতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। এ জন্য ঢাকার অদূরে নতুন আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করা হচ্ছে বলেও উল্লেখ তিনি। কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি সড়কের নাম বঙ্গবন্ধুর নামে করায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। এর আগে সোমবার কম্বোডিয়া চেম্বার অব কমার্সের আয়োজনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য কম্বোডিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040