চীনের চেচিয়াং এ ৪র্থ বিশ্ব ইন্টারনেট সম্মেলনের সমাপ্তি এবং মানব সভ্যতার ওপর যন্ত্রের ভবিষ্যৎ সম্ভাব্য ধারণাগত প্রভাব
  2017-12-05 09:17:03  cri


চতুর্থ বিশ্ব ইন্টারনেট সম্মেলন রোববার সকালে চীনের চেচিয়াং প্রদেশের উচেনে শুরু হয়েছে। এবারের সম্মেলন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিশ্ব ইন্টারনেট সম্মেলনে ডিজিটাল অর্থনীতি, উন্নত প্রযুক্তি, ইন্টারনেট ও সমাজ, সাইবার স্পেস গভর্নেন্স এবং বিনিময় ও সহযোগিতাসহ এ পাঁচটি অংশ কেন্দ্র করে ভাগাভাগি অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেটের মাধ্যমে দারিদ্র বিমোচন, কিশোর-কিশোরীদের সাইবার নিরাপত্তা সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ ২০টিরও বেশি শাখা ফোরাম স্থাপন করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ, নিরাপদ, উদার এবং সহযোগিতামূলক সাইবার স্পেস প্রতিষ্ঠা এবং বহুপক্ষীয়, গণতান্ত্রিক ও সচ্ছল বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার জন্য স্ব স্ব মতামত প্রকাশ করেন।

ইন্টানেটের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত গতিতে উন্নয়ন হওয়ার সাথে সাথে কারো কারো চিন্তা বা উদ্বেগও থেমে নেই। তা হলো ভবিষ্যতের কোনো এক দিনে যন্ত্রপাতি কি মানবজাতির জায়গা দখল করে নিবে?

আসলে সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে নতুন প্রযুক্তি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। কোন কোন বিশেষজ্ঞের উদ্বেগ এই যে, যন্ত্র মানুষের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নিতে পারে।যন্ত্র মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। শুধু তাই নয়, এমন আশঙ্কাও কেউ কেউ করেন যে, মানবজাতি তাঁর নিজের তৈরি শ্রেষ্ঠ আবিষ্কার বা যন্ত্রপাতির হাতে ধ্বংস হয়ে যাবে।

আসলে নতুন প্রযুক্তি কখনও মানবজাতির বেকারত্ব সৃষ্টি করবে না। বরং যন্ত্রপাতির সাহায্যে মানবজাতি আরো মূল্যবান কাজ করতে পারবো। তাই নতুন প্রযুক্তি নিয়ে উদ্বেগের চেয়ে তার সঙ্গে আলিঙ্গন করা এবং নতুন সমস্যার সমাধান করা আরো সঠিক। বিস্তারিত শুনবে আজকের টপিক অনুষ্ঠানে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040