নমপেনে হাসিনা-হুনসেন বৈঠক; একটি চুক্তি ও ৯টি সমঝোতাস্মারক স্বাক্ষর
  2017-12-04 21:20:35  cri

কম্বোডিয়ায় তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে সোমবার নমপেনে দেশটির প্রধানমন্ত্রী হুনসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে হুনসেনের সঙ্গে বিবৃতিতে শেখ হাসিনা জানান, বৈঠকে সাম্প্রতিক কিছু আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে তাদের আলোচনা হয়েছে। দুই পক্ষই সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে কম্বোডিয়াকে বাংলাদেশের পাশে চান শেখ হাসিনা।

এর আগে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও ৯টি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিটি হয়েছে দুদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআই ও কম্বোডিয়া চেম্বার অব কমার্সের মধ্যে সহযোগিতা বিষয়ে। অন্যদিকে পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জয়েন্ট ট্রেড কাউন্সিল ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040