চেচিয়াং এ অনুষ্ঠানরত ৪র্থ বিশ্ব ইন্টারনেট সম্মেলন এবং চীনে ইন্টারনেট ব্যবহারের বর্তমান চিত্র
  2017-12-04 16:00:25  cri

 


চতুর্থ বিশ্ব ইন্টারনেট সম্মেলন রোববার সকালে চীনের চেচিয়াং প্রদেশের উচেনে শুরু হয়েছে। এবারের সম্মেলন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনের প্রতিপাদ্য হলো 'ডিজিটাল অর্থনীতির উন্নয়ন, উম্মুক্ত ও ভাগাভাগি ত্বরান্বিতকরণ- হাতে হাত রেখে সম্মিলিতভাবে ইন্টারনেটের অভিন্ন লক্ষ্যের সমাজ গঠন'। বিশ্বের পাঁচ মহাদেশের ৮০টির বেশি দেশ ও অঞ্চলের সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা, ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানের প্রধান, ওয়েবসাইটের বিখ্যাত ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞসহ মোট ১৫০০ জনের বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন। আজকের অনুষ্ঠানে আমরা এ সম্মেলনের ওপর দৃষ্টিপাত করব।

(লিলি/মহসীন)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040