তিন দিনের সফরে কম্বোডিয়া গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-12-03 19:11:49  cri

তিন দিনের সরকারি সফরে রোববার কম্বোডিয়া গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে তিনি এ সফর করছেন তিনি।

সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে নমপেনের উদ্দেশে যাত্রা করেন। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান কম্বোডিয়ার মিনিস্টার ইন ওয়েটিং, নমপেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় এক্রিডিটেড সাদিয়া মুনা তাসনীম। বিমান বন্দর থেকে মটরশোভাযাত্র সহকারে শেখ হাসিনাকে হোটেল সোফিটেলে নেয়া হয়।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর হুন সেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুদেশের মধ্যে দুটি চুক্তি ও ৯টি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। কম্বোডিয়ার রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040