বেইজিংয়ে সিপিসি ও বিশ্বের রাজনৈতিক দলগুলোর ঊর্ধ্বতন পর্যায়ের সংলাপে অংশগ্রহণকারী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাক্ষাত্কার
  2017-12-03 16:52:38  cri

ডিসেম্বর ৩: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও বিশ্বের রাজনৈতিক দলগুলোর ঊর্ধ্বতন পর্যায়ের সংলাপ ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রায় ৩০০টি রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠনের ছয় শতাধিক দেশি-বিদেশি প্রতিনিধি এ সংলাপে অংশগ্রহণ করে।

২ ডিসেম্বর বেইজিংয়ের তিয়াও ইউয়ু থাই রাষ্ট্রীয় অতিথি ভবনে যথাক্রমে ৪টি গ্রুপ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়। এ চারটি সেমিনারের থিম হল: পার্টির নির্মাণ জোরদার করা; সুন্দর দেশ নির্মাণ করা; 'এক অঞ্চল, এক পথের' যৌথ নির্মাণ এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং সাম্যবাদী দল (এম‌.এল)-এর প্রতিনিধিরা যথাক্রমে 'এক অঞ্চল' এক পথের' যৌথ নির্মাণ এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এ দুটি সেমিনারে অংশগ্রহণ করে।

এর পাশাপাশি বাংলাদেশি প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েকজন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র বাংলা বিভাগকে সাক্ষাত্কার দেন। এখন শুনুন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির এবং সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সাক্ষাত্কার।

এখন শুনুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাত্কার।

উল্লেখ্য, সিপিসি ও বিশ্বের রাজনৈতিক দলগুলোর ঊর্ধ্বতন পর্যায়ের সংলাপ(রোববার) সকালে শেষ হয়েছে। সংলাপে 'বেইজিং প্রস্তাব' গৃহীত হয়। এতে বলা হয় রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা, যোগাযোগ ও সহযোগিতা জোরদার হতে হবে। নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করে, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে এবং পরস্পরের কাছ থেকে শিখে এমন একটি সম্পর্ক স্থাপন করতে হবে যা মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে বড় একটি শক্তি হবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040