বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: পোপ ফ্রান্সিস
  2017-12-02 20:08:33  cri

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার সকালে বাংলাদেশে সফরের তৃতীয় দিনে তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান ধর্মযাজক, ধর্মগুরু ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সমাবেশে এ কথা বলে তিনি। হিংসা-বিদ্বেষ ভুলে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা দেখাতে বলেন পোপ। পরে নটরডেম কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি। সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সুশীল সমাজের সঙ্গে তার মতবিনিময় হয়। সন্ধ্যায় তিনি রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040