হ্যালো চায়না: ১০২. মিং ফিয়েন-বিজনেস কার্ড
  2017-12-01 14:57:53  cri


সুপ্রিয় শ্রোতা, প্রত্যেক দেশের ব্যবসায়ীদের মধ্যে বিজনেস কার্ড বিনিময় হলো একটা নিয়মিত ব্যবসায়িক শিষ্টাচার। আজকের হ্যালো চায়না অনুষ্ঠানে আমরা চীনে বিজনেস কার্ড সংক্রান্ত শিষ্টাচার নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং, স্বর্ণা এবং আমি...

চীনে এখন বিজনেস কার্ড শুধু একটা কাগজ নয়, বরং ব্যবসায়ীদের নিজের একটি অংশ পরিণত হয়েছে।

বিজনেস কার্ড এখন চীনা সমাজে পরস্পরের পরিচয় বা তথ্য বিনিময়ের একটি কার্যকর পদ্ধতিতে পরিণত হয়েছে। চীনারা বিজনেস কার্ড দুই হাত দিয়ে নিবেদন করেন। দুই হাতে কার্ডটি ধরে কাউকে দেওয়ার অর্থ হলো তার প্রতি সম্মান দেখানো। আর নেওয়ার সময়ও দুই হাত দিয়ে কার্ডটি নিতে হয়।

আর কার্ডটি হাতে পাওয়ার পর কিছু সময় নিয়ে কার্ডের ওপরে কী লেখা আছে সেগুলো একটু ভাল করে দেখে নিতে হয়। আপনি যদি একটুও না দেখে সরাসরি পকেটে রেখে দেন তার মানে কার্ডদাতাকে নিয়ে আপনার কোনো আগ্রহ নেই অথবা তাকে গুরুত্বপূর্ণ মানুষ মনে করেন নি। তাই এমন ভুল ইঙ্গিত না দেওয়াই ভাল।

কার্ড দেওয়ার সময় আরেটি ব্যাপারের প্রতি একটু নজর রাখতে হয়। সেটা হলো কার্ডের লেখা যেন কার্ড গ্রহিদার দিকে থাকে। তাহলে তার পড়তে সুবিধা হয়। এসব ছোটখাটো বিষয়ের প্রতি আপনি যদি নজর রাখতে পারেন, তাহলে মানুষের মনে আপনার সম্পর্কে ভাল ধারণা হবে।

কার্ড হাতে পাওয়ার পর আরেকটা বিষয়ের ওপর নজর রাখতে হয়। সেটা হলো আপনি যদি কার্ডটি টেবিলের ওপর রাখেন, তাহলে কার্ডে মানুষের নামসম্বলিত পিঠ যেন ওপরে থাকে। নামসম্বলিত পিঠ যদি নিচে রাখেন তাও অসম্মান দেখানো হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040