ক্রস ফায়ার
  2017-12-01 15:03:41  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে জিম দেং জি ছি'র কণ্ঠে 'ক্রস ফায়ার' নামের গান শোনাবো। আগের অনুষ্ঠানে আমি দেং জি ছি'র সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। 'ক্রস ফায়ার' গানটি হলো চীনের টেনসেন্ট (Tencent) কোম্পানির প্রকাশিত একটি অনলাইন গেমের থিম সং। গানটি গত ৪ অগাস্টে প্রকাশিত হয়।

তৌহিদ: 'ক্রস ফায়ার' নামের গানে বলা হয়েছে, অনেক মানুষের মন হারিয়ে গেছে। আমরা তা শুনতে পারি না। চারপাশে অনেক বিশৃঙ্খলা ! আমাদের পুরো শরীর ক্ষত-বিক্ষত। ছদ্মবেশ ধারণ জীবনের শেষ কথা? বিশ্বে ভিন্ন কিছু কি থাকতে পারে না? আমারা আত্মসম্মান ও স্বপ্নের জন্য লড়াই করবো। বন্দুক ধরেছি, তবে সংগীত হলো আমার গুলি। সমৃদ্ধি বা ক্ষয় ও ঘৃণা বা ভালোবাসা, তা আমি নির্ধারণ করি। যুদ্ধক্ষেত্রে কামানের গোলা সব স্থানে ভরে থাকে। সঙ্কটের সময় আমরা পরস্পরের কাঁধ। ভোরের সূর্যের জন্য অপেক্ষা করছি। তুমি বলেছিলে, কষ্ট হলেও না কাঁদতে। ভালোবাসার জন্য আমাদের গুলির বাধা পার হতে হবে। এভাবে আমরা ভবিষ্যত্ দেখতে পারবো। ভালবাসার জন্য পাড়ি দেবো গুলির বাধা।

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ক্রস ফায়ার' নামের গান। এখন আমি আপনাদেরকে জিন চি ওয়েন'র কণ্ঠে 'কখনো অদৃশ্য হবেনা' নামের গানটি শোনাবো। জিন চি ওয়েন একজন কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। আগের অনুষ্ঠানে আমি চিন চি ওয়েন'র সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম, আপনাদের মনে আছে?

'কখনো অদৃশ্য হবে না' গানটি গত ১৬ অক্টোবর প্রকাশিত হয়।

তৌহিদ: হ্যাঁ, 'কখনো অদৃশ্য হবে না' গানের কথাগুলি এমন, আমি কাঁপতে কাঁপতে সামনে এগিয়েছি। অশ্রু ঝড়তে দেইনি। একাকীত্ব কল্পনার চেয়েও ভয়ঙ্কর। যে মানুষ তোমাকে ভালবাসে, সে তার জন্য অপেক্ষা করছে। কানে আশার কণ্ঠ শোনা যায়। তাই আমি পড়ে যেতে পারি না। আমি অব্যাহতভাবে সামনে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। এখন রক্তপ্রবাহ থেমেছে। কিন্তু কখনো অদৃশ্য হবে না। সময় আমাদের জন্য অপেক্ষা করবে না।

বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'কখনো অদৃশ্য হবে না' নামের গান। এখন আমি আপনাদেরকে 'পরী পাহাড়ে চাঁদ' নামের গানটি শোনাবো। গেয়েছেন খেন খেন। খেন খেন'র আসল নাম চাং সিয়াও চিং। তিনি ১৯৭৯ সালের ১৬ এপ্রিল চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি নিজের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৯টি অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৫ সালের ১৭ অগাস্ট এ গানটি প্রকাশিত হয়।

তৌহিদ: 'পরী পাহাড়ে চাঁদ' নামের গানের কথাগুলো এমন।পানির মত ঠাণ্ডা রাতে চাঁদ ধীরে ধীরে বন থেকে উঠে যায়। চারণভূমি থেকে শান্ত চাঁদ দেখা যায়। গ্রীষ্মকালে পোকার ডাক থেমে যায়। আমি একটি বুনো ফুল তুলে মাথায় দেই। উজ্জ্বল চাঁদ দুধের মত পরিচ্ছন্ন। তরুণ-তরুণীর শরীরে চাঁদের আলো খেলা করে! পরী পাহাড়ে চাঁদ বড় ও গোলাকার। আরো সুন্দর ও সাদা। অসীম পথে আমার দুঃখ অনেক। প্রাণবন্ত মে মাসে তারা পুনরায় ফিরে দেখে চাঁদ। তারা আগের মতো হাতে হাত, কাঁধে কাঁধ রেখে গরম বাতাস উপভোগ করে। উজ্জ্বল চাঁদের আলো অশ্রুর মতো। পরী পাহাড়ে চাঁদ তরুণ তরুণীদের স্বপ্ন নিয়ে ফিরে আসে। অসংখ্য মেঘ ও কুয়াশা দেখে আমি নিজের জন্মস্থানের কথা ভাবি। আচ্ছা, বন্ধুরা এখন চলুন আমরা গানটি শুনি।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'পরী পাহাড়ে চাঁদ' নামের গান। এখন আমি আপনাদেরকে কণ্ঠশিল্পী চৌ শেনে'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চৌ শেন ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বরে কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইউক্রেনের লভিভ সরকারি সংগীত একাডেমি থেকে স্নাকত পাস করেন। ২০১৪ সালে তিনি চ্যচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন। ২০১৫ সালের এপ্রিলে তিনি চলচ্চিত্রের থিম সং গান। ওই বছর তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিজের থিম সং গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি চৌ শেন'র কণ্ঠে 'আগের গভীর সমুদ্র' নামের গান শোনাবো। গানটি একটি টিভি সিরিজের থিম সং, গত ২ অক্টোবরে এটি প্রকাশিত হয়।

তৌহিদ: বন্ধুরা এ গানে যে কথাগুলো বলা হয়েছে, তা এমন।

আগে গভীর সমুদ্রে ডাক একাকী শুনেছিলাম। আগে মরুভূমিতে বাজি দেখেছিলাম। আমি বুঝেছি, উজ্জ্বল দৃশ্য কোন একদিন মলিন হয়। ভাগ্য সবসময় আকর্ষণীয় থাকে না। এর মাঝে পাখি উড়বে, মাছ সাঁতার কাটবে। প্রচণ্ড ঠাণ্ডা হ্রদে পানি যেনো স্থির! দীর্ঘ সময়ে কল্পনা খেলা করে, দীর্ঘ পথে তুমি যেনো আরো গভীর কোনো সমুদ্রে। আর আমি, আকাশগঙ্গায়। আগে আমি গভীর সমুদ্র অনেক বিস্তৃত দেখেছিলাম, আমি বড় পাহাড়ে মেঘ দেখেছিলাম। আমি তোমার অনুরক্ত আকার দেখেছিলাম, যা সমুদ্রের সবচেয়ে গভীরে উজ্জ্বল হয়ে উঠেছে। গভীর স্মৃতি হাতড়ে এখন বুঝেছি, ভালবাসার পর দুঃখ আসে।

আচ্ছা বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'আগের গভীর সমুদ্র' শিরোনামের একটি গান। আশা করি, গানগুলো সবাই পছন্দ করেছেন।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি এ গানগুলোও আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

তৌহিদ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn।

মুক্তা: আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

তৌহিদ: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহে একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

তৌহিদ/মুক্তা: চাই চিয়ান।

(মুক্তা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040