বাংলাদেশ বেতার রংপুরের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি উৎসবে অনুভূতি নিয়ে মন্ত্রী, এমপি, বাংলাদেশ বেতারের কর্মকর্তা, উপস্থাপক এবং শ্রোতাদের সাক্ষাৎকার
  2017-12-01 14:42:28  cri


১৬ই নভেম্বর বাংলাদেশ বেতার রংপুর উদযাপন করেছে প্রতিষ্ঠার ৫০ বছর তথা সুবর্ণজয়ন্তী উৎসব। এ উপলক্ষ্যে দু'দিন ব্যাপী ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৬৭ সালের ১৬ই নভেম্বর বিকেল ৫:০৫ মিনিটে তৎকালীন সহকারী আঞ্চলিক পরিচালক আহমদ-উজ-জামান এবং আঞ্চলিক প্রকৌশলী মো: আসাদুজ্জামানের নেতৃত্বে রংপুর অঞ্চলের ইথারে প্রথম ভেসে আসে গোলাম কবীরের ঘোষণা "রেডিও পাকিস্তান, রংপুর"। যা পরবর্তিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় নতুন করে যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার, রংপুর নামে। হাটি হাটি পা পা করে সেই বেতার ২০১৭ সালে পূর্ণ করেছে তার অর্ধশত বছর।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়ানো, র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, সেমিনার, বিশিষ্ট বেতার ব্যক্তিত্বদের গুণীজন সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন।

বাংলাদেশ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি দু'দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশ বেতার রংপুরের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি "সুবর্ণজয়ন্তী" উৎসবে অংশগ্রহণের অনুভূতি নিয়ে আমি কথা বলেছি সরকারের মন্ত্রী, এমপি, বাংলাদেশ বেতারের কর্মকর্তা, উপস্থাপক এবং শ্রোতাদের সাথে। চীন আন্তর্জাতিক বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারা তুলে ধরেছেন নানা স্মৃতি।

প্রথমে আমি কথা বলছি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা'র সাথে। (REC_02+03_Md.Mashiur Rahman Ranga, MP)

বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি চীন আন্তর্জাতিক বেতারকে বলেছেন, (REC_05+06_Dalia, MP)

সায়েদ মোস্তফা কামাল, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর (REC_07_Syed Mostafa Kamal, R.Director, BB,Rangpur)

ড. মির শাহ আলম, পরিচালক, বাণিজ্যিক কাযক্রম, বাংলাদেশ বেতার (REC_08_Dr.Mir Shah Alam_Bangladesh Betar)

রাকিবুল ইসলাম, উপস্থাপক, বাংলাদেশ বেতার রংপুর (REC_09_Rakibul Islam_Rangpur Betar)

আল হাসান সরকার, শ্রোতা, রংপুর (REC_10_Al-Hasan Sarkar_Rangpur)

আজিনুর রহমান লিমন, নীলফামারী (REC_11_Azinur Rahman Limon_Nilphamari)

শাহানাজ পারভিন, নীলফামারী (REC_12_Shahnaj Parvin_Nilphamari)

খন্দকার সাজু আহমেদ, বগুড়া (REC_13_Khondoker Saju Ahmed, Bogra)

গান: রনজিত কুমার রায় (REC_14_Song_Ranjeet Kumar Roy)

গান: পল্লবী সরকার মালতি (REC_15+16+17_Song_Pallavi Sarkar Malti)

গান: রনজিত কুমার রায় ও পল্লবী সরকার মালতি (REC_18_Song_Ranjeet Kumar Roy + Pallavi Sarkar Malti)

গান: নারায়ণ চন্দ্র শীল (REC_19_Song_Narayan Chandra Shil)

গান: খুরশিদ আলম (REC_20_Song_Khurshid Alam)

শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার রংপুরের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি "সুবর্ণজয়ন্তী" উৎসব প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতারকে দেওয়া সরকারের মন্ত্রী, এমপি, বাংলাদেশ বেতারের কর্মকর্তা, উপস্থাপক এবং শ্রোতাদের একান্ত সাক্ষাৎকার।

অনুষ্ঠানটি শুনার জন্য সকলকে ধন্যবাদ।

রংপুর থেকে,

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040