পাকিস্তানে কাসিম কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু
  2017-11-30 19:27:34  cri
নভেম্বর ৩০: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় দেশটির বড় আকারের প্রথম জ্বালানি প্রকল্প কাসিম কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হয়েছে বুধবার। ৩০ মাসেরও বেশি সময় চেষ্টার পর করাচির কাসিম বন্দর বিদ্যুত্‌ কেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে চালু হলো। জ্বালানি খাতে দু'দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এ প্রকল্প।

পাক প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই প্রথম ইউনিট পাকিস্তান-চীন মৈত্রীর নতুন মাইলফলক। এটি পাকিস্তানের সবচেয়ে দূষণমুক্ত ও অল্প খরচের বিদ্যুত্ উত্পাদন করবে এবং এতে দেশের মানুষ উপকৃত হবে।

পর্যায়ক্রমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অন্যান্য প্রকল্পও চালু হবে, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে বলে আশা করেন তিনি।

এ প্রকল্পে চীনের পাওয়ার চায়না কোম্পানি ও কাতারের এএমসি কর্পোরেশন যৌথভাবে কাজ করেছে। প্রকল্পের মোট ব্যয় ২০৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দন জানান।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040