কলকাতায় চীনের কনসুলেট জেনারেলে কনফুসিয়াস ক্লাসরুমের উদ্বোধন
  2017-11-29 19:13:53  cri
নভেম্বর ২৯: ভারতের কলকাতায় চীনের কনসুলেট জেনারেলে গতকাল (মঙ্গলবার) কনফুসিয়াস ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।

কলকাতায় চীনের কনসাল জেনারেল মা চান উ ভারতের প্রথম কনফুসিয়াস ক্লাসরুম চালু হওয়ায় অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি ক্লাসরুমে সহযোগী ইউনিট হিসেবে কলকাতার চীনা ভাষা বিদ্যালয়, ইয়ুননান নর্মাল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারতের প্রথম কনফুসিয়াস ক্লাসরুমের উদ্বোধন চীন ও পূর্ব ভারতীয় অঞ্চলে মানবিক বিনিময়ের এক বড় ঘটনা। এটি চীন ও ভারতের মানবিক ও আর্থ-বাণিজ্যিক উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, পূর্ব ভারতীয় অঞ্চলের বিভিন্ন মহল এই ক্লাসরুমের কার্যক্রমকে সমর্থন দেবে বলে আশা করেন তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় অনেক চীনা ভাষার শিক্ষাবিদ তৈরি হবে, যা চীন ও ভারতের সম্পর্ক জোরদার করবে। চীন ও পূর্ব ভারতের আর্থ-বাণিজ্যিক এবং মানবিক বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্লাসরুমে সহায়তা দেবে কনসুলেট জেনারেল। চীন ও ভারতের মৈত্রী ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতার অব্যাহত উন্নতিকে শুভকামনা জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040