বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ সম্পন্ন, মার্চে উৎক্ষেপণ
  2017-11-29 19:04:08  cri

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু' স্যাটেলাইটের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চে এটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।

টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ কথা জানিয়েছেন। বুধবার টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ফ্রান্সে গিয়ে তারা দেখে এসেছেন স্যাটেলাইটটির নির্মাণ শেষ হয়েছে এবং আগামী মার্চেই এটি উৎক্ষেপণ করা হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040