নিরীহ নাগরিক হতাহতের জন্য ক্ষমা চেয়েছেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাপতি
  2017-11-29 18:52:11  cri

নভেম্বর ২৯: আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান, স্থলবাহিনীর জেনারেল জন নিকোলসন গতকাল (মঙ্গলবার) মার্কিন বাহিনীর চালানো বিমান হামলায় স্থানীয় বেসামরিক মানুষের হতাহতের জন্য ক্ষমা চেয়েছেন।

আফগানিস্তানের আরিয়ানা বার্তার এক খবরে বলা হয়েছে, এদিন আফগানিস্তানের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিকোলসন দেশটি কুন্দুজ প্রদেশ সফর করেন এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। গত ৪ নভেম্বর বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হওয়ায় ক্ষমা চান তিনি। তিনি বলেন, ভবিষ্যতে নিরীহ নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর যথাসাধ্য চেষ্টা করবে মার্কিন বাহিনী।

গত ৮ নভেম্বর আফগানিস্তানে মোতায়েন জাতিসংঘ সহায়তা দল এক জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, ৪ নভেম্বর কুন্দুজ প্রদেশের পশ্চিমাঞ্চলের ছাহার দারা অঞ্চলে মার্কিন বাহিনী ভুল করে স্থানীয় তিনটি গ্রামের ওপর বিমান হামলা চালায়। এতে অন্তত ১০ জন নিরীহ মানুষ নিহত হয় ও বহু মানুষ আহত হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন বাহিনীর কার্যকলাপকে 'নিষ্ঠুর' বলে নিন্দা করেন।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040