নয়াদিল্লিতে বায়ুদূষণের শিকার এক-তৃতীয়াংশ শিশু
  2017-11-29 10:38:27  cri
নভেম্বর ২৯: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণের শিকার হচ্ছে তিন ভাগের এক ভাগ শিশু। দেশটির বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্র (সিএসই) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, এসব শিশু ফুসফুসের সমস্যায় ভুগছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে অস্বাভাবিক মৃত্যুর মোট সংখ্যার ৩০ শতাংশই ঘটছে বায়ুদূষণের কারণে। এতে বায়ুদূষণ রোধে সরকারকে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে তাগিদ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকায় সম্প্রতি ধোঁয়াশা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবেশ ও স্বাস্থ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু বায়ুদূষণ ও মানসিক স্বাস্থ্যের সম্পর্কের মতো কিছু কিছু বিষয়ে এখনও মানুষ তেমন সচেতন নয়। অসংক্রামক রোগের সাথেও পরিবেশের সম্পর্ক আছে।

এদিকে, গুরুতর ধোঁয়াশার কারণে নয়াদিল্লিসহ আশেপাশের অঞ্চলগুলোতে স্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন। গত ৯ নভেম্বর প্রকাশিত ভারতের চিকিত্সা বিজ্ঞান একাডেমির প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির হাসপাতালগুলোতে ফুসফুসের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040