কলম্বোতে চীনের নারীবিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী
  2017-11-28 18:56:34  cri

নভেম্বর ২৮: গতকাল (সোমবার) রাতে শ্রীলংকার কলম্বোর চীনা সংস্কৃতি কেন্দ্রে চীনের নারীবিষয়ক নানা শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।

প্রদর্শনীর আয়োজক পক্ষের অন্যতম চীনের জাতীয় বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় গবেষণা কেন্দ্রের পরিচালক চেন শেং লাই উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্দেশ্য 'রেশমপথ' থেকে সৃষ্ট সভ্যতার যাত্রা প্রচার করা ও সৌন্দর্যের প্রতি নারীদের অসাধারণ সূক্ষ্মদৃষ্টি ও প্রকাশের শক্তি তুলে ধরা। সেই সঙ্গে শিল্পকলা ও চিত্রসহ নানা পদ্ধতিতে বিশ্বকে চীনের গল্প বলা। বিশ্বে আধুনিক চীনা নারীর ভাবমূর্তি ফুটিয়ে তোলাও এ প্রদর্শনীর উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকার নারী মডেলরা চীনের ঐতিহ্যবাহী ছিপাও পরেন ও প্রদর্শন করেন। এসব ছিপাও চীনের বিখ্যাত চিত্রশিল্পী চেন চিয়া লিংয়ের হাতে আঁকা।

জানা গেছে, এবারের প্রদর্শনীতে বিভিন্ন বয়স ও বিভিন্ন রীতির চীনা নারীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। যা থেকে আধুনিক চীনের নারী শিল্পীদের বিশেষ গুণ ও চলতি ফ্যাশন প্রতিফলিত হয়েছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040