পাক আইনমন্ত্রীর পদত্যাগ
  2017-11-28 10:53:23  cri
নভেম্বর ২৮: পাকিস্তানের আইন ও সংসদবিষয়কমন্ত্রী জাহিদ হামিদ গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এদিন তিনি প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসির হাতে পদত্যাগপত্র তুলে দেন। সরকারের সাথে বিক্ষোভরত ধর্মীয় নেতৃবৃন্দের চুক্তি অনুসারে এ পদত্যাগের ঘটনা ঘটে।

পাক গণমাধ্যমের খবরে বলা হয়, আব্বাসি হামিদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর পরপরই ধর্মীয় নেতৃবৃন্দ প্রতিবাদ-বিক্ষোভ বন্ধের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত মাসে পাক সংসদে গৃহীত 'নির্বাচনী আইন, ২০১৭'-এর একটি ধারা নিয়ে সংকটের সূত্রপাত ঘটে। ধারাটিকে ইসলামের মূল বিশ্বাসের পরিপন্থি আখ্যায়িত করে দেশটির আলেমসমাজ বিক্ষোভে ফেটে পড়ে। ৮ নভেম্বর থেকে দুই সহস্রাধিক বিক্ষোভকারী ইসলামাবাদ ও কাছাকাছি শহর রাওয়ালপিন্ডিতে লাগাতার বিক্ষোভ-সমাবেশ করতে থাকে। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৬ ব্যক্তি নিহত ও শতাধিক আহত হয়। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040