চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের তৃতীয় মিডিয়া ফোরাম ইসলামাবাদে অনুষ্ঠিত
  2017-11-28 10:20:07  cri
নভেম্বর ২৮: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের তৃতীয় মিডিয়া ফোরাম গতকাল (সোমবার) ইসলাবাবাদে অনুষ্ঠিত হয়েছে। দু'দেশের তথ্যমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞসহ শতাধিক অতিথি এতে অংশ নেন।

ইসলামাবাদে চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং ফোরামে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণকাজে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। এই করিডোর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা। এতে শুধু দু'দেশের জনগণ লাভবান হবে তা নয়, বরং আঞ্চলিক উন্নতিও সাধিত হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, দু'দেশের সরকার ও জনগণের পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পাক পার্লামেন্টের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর কমিশনের চেয়ারম্যান ও পাক-চীন একাডেমির চেয়ারম্যান মুশাহিদ হুসেইন সায়িদ ফোরামে বলেন, করিডোর নির্মাণ পাকিস্তানের সড়ক যোগাযোগ অবকাঠামো, জ্বালানি সরবরাহ, গুয়াদার বন্দর নির্মাণ ও উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এটি শুধু নতুন যুগে পাক-চীন মৈত্রীর নতুন স্তম্ভ নয়, এটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধশালী ও শক্তিশালী পাকিস্তান গড়ে তোলার অন্যতম মাধ্যমও বটে। তিনি জোর দিয়ে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর শুধুই একটি অর্থনৈতিক করিডোর নয়, এটি সংস্কৃতি ও তথ্যের করিডোরও বটে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040