মহাকাশে সূর্য অনুন্ধানী উপগ্রহ নিক্ষেপ করবে ভারত
  2017-11-26 18:25:47  cri

নভেম্বর ২৬: ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা সম্প্রতি জানায়, পৃথিবীর ওপর সূর্যের প্রভাব গবেষণার জন্য ২০১৯ সালে মহাকাশে প্রথম বার সূর্য অনুসন্ধানী উপগ্রহ পাঠাবে তারা।

এ সূর্য অনুসন্ধানী উপগ্রহের নাম আদিত্য-এল ওয়ান। এ কৃত্রিম উপগ্রহটি প্রধানত সৌর পদার্থবিদ্যার কিছু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের কাজ করবে। জানা গেছে, মেরু উপগ্রহের পরিবাহক রকেট দিয়ে ভারতের শ্রীহরিকোটা দ্বীপের উৎক্ষেপণ কেন্দ্র থেকে সূর্য অনুসন্ধানী উপগ্রহটি নিক্ষেপ করা হবে।

এর আগে ভারত সাফল্যের সঙ্গে চাঁদ ও মঙ্গলগ্রহ অনুসন্ধানী উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত এক পরিবাহক রকেট দিয়ে ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠায়। যা এর আগে রাশিয়ার 'এক পরিবাহক রকেট দিকে ৩৭টি উপগ্রহ' পাঠানোর বিশ্ব রেকর্ড ভঙ্গ করে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040