আফগান নারীদের ওপর সহিংসতা নির্মূলের আহ্বান জাতিসংঘ সহায়তা দলের
  2017-11-26 18:10:14  cri

নভেম্বর ২৬: আফগানিস্তানে মোতায়েন জাতিসংঘ সহায়তা দল গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নারীদের ওপর সহিংসতা বন্ধের জন্য বিভিন্ন সম্প্রদায়কে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।

২৫ নভেম্বর ছিলো জাতিসংঘ ঘোষিত 'নারীদের ওপর সহিংসতা বন্ধের আন্তর্জাতিক দিবস'। আফগানিস্তানে মোতায়েন জাতিসংঘ সহায়তা দলের বিবৃতিতে বলা হয়েছে, আফগান নারীদের সুপ্ত শক্তি ও সামর্থ্য কাজে লাগাতে চাইলে নারী ও শিশুদের অধিকার লঙ্ঘন বন্ধ করতেই হবে; বিশেষ করে সহিংস তত্পরতা বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, নারীদের ওপর সহিংসতা নির্মূল করতে চাইলে সব মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি মানুষকে পরিবার, কর্মস্থল ও সামাজিক পরিবেশে নারীদের ওপর সহিংসতার বিরোধিতা করা উচিত।

আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিটির তদন্ত অনুযায়ী, ২০১৭ সালের প্রথম দশ মাসে দেশটির নারীদের ওপর ৩৩৭টি সহিংসতার ঘটনা ঘটে। এগুলোর মধ্যে ১৩৫১টি শারীরিক হয়রানি, ১৮৬টি যৌন সহিংসতা, ১০৯৩টি অপমানজনক ভাষার ব্যবহার, ৭৪৮টি শিশু বিয়ে, জোরপূর্বক বিয়ে ও আর্থিক সহিংসতা ইত্যাদি উল্লেখযোগ্য।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040