মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-11-25 20:02:31  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে গড়ে তোলা হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি উদযাপনে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। তাঁর নির্দেশনা অনুযায়ী বাঙালি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একাত্তরের ঘাতক, যুদ্ধাপরাধী ও ইতিহাস বিকৃতকারীরা যেন কখনো ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে দেশবাসিকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। এর আগে সকালে ধনমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আনন্দশোভাযাত্রা। সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনন্দশোভাযাত্রার মাধ্যমে উদযাপন করা হয় ৭ মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040