জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইমারসন মানানগাগওয়া
  2017-11-25 16:32:01  cri

নভেম্বর ২৫: জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে রাজধানী হারারেতে শপথগ্রহণ করেছেন ইমারসন মানানগাগওয়া। এ সময় তিনি বলেন, এক সমৃদ্ধ ও গণতান্ত্রিক জিম্বাবুয়ে গঠনের চেষ্টা চালিয়ে যাবে তার নতুন সরকার।

শপথের পর তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। প্রথমে তিনি সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রতি শ্রদ্ধা জানান। দেশটির অর্থনীতি পুনরুজ্জীবনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে জিম্বাবুয়ের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, অর্থনীতির পুনরুজ্জীবনকে সবচেয়ে গুরুত্ব দেবে নতুন সরকার।

জিম্বাবুয়ের ওপর অবরোধ আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দা জানান তিনি। অবিলম্বে পশ্চিমা দেশগুলোকে অবরোধ প্রত্যাখ্যানের আহ্বানও জানান তিনি।

নতুন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন যে, ২০১৮ সালে সময়মতো প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে তার সরকার।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040