দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫টি দেশের প্রতিনিধিরা চীনের খুনমিং শহরে  প্রশিক্ষণ নিচ্ছে
  2017-11-23 16:03:44  cri
নভেম্বর ২৩: 'এশিয়া ও লানছাং-মেকুং নদীর উপ-অঞ্চলীয় দেশের রপ্তানি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স' গতকাল (বুধবার) চীনের ইউয়ুননান প্রদেশের খুনমিং শহরে উদ্বোধন হয়। বাংলাদেশ, নেপাল, লাওস, মিয়ানমার ও ক্যাম্বোডিয়া- এ ৫টি দেশের সরকারি ও শিল্পপ্রতিষ্ঠানের ৩৪জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

এবারের এ প্রশিক্ষণ চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটির প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয়। ৫টি দেশের ৩৪জন প্রতিনিধি চামড়া, জুয়েলারি, সিল্ক, খাদ্য ইত্যাদি শিল্প থেকে এসেছেন। প্রশিক্ষণ ছাড়া, তারা 'দ্বিতীয় লানছাং-মেকুং নদীর উপ-অঞ্চলীয় দেশের বাণিজ্য মেলায়' অংশগ্রহণ করবেন।

চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটির প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ওয়াং লি জানান, এশিয়া ও লানছাং-মেকুং নদী অঞ্চলের দেশগুলোর চীনকে রপ্তানি সংক্রান্ত তথ্য জানানো এবং তাদের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এবারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বাংলাদেশের ঢাকা শিল্প-বাণিজ্য সমিতির উপসচিব জনাব এএইচএম মনিরুজ্জামান জানান, আমদানি ও রপ্তানি উভয় দিক থেকে চীন হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দু'দেশের মধ্যে কিছু বাধা অতিক্রম করতে পারলে দু'দেশের বাণিজ্যে ভবিষ্যতে আরো অনেক সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশাবাদী। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040