নেপালে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন
  2017-11-22 11:13:46  cri

নভেম্বর ২২: নেপালে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, চীন আশা করে নেপালের বিভিন্ন পক্ষ সমন্বিতভাবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। এভাবে স্থিতিশীল রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নের নতুন পর্যায় শুরু হবে।

সম্প্রতি নেপালের কয়েকটি অঞ্চলে নির্বাচনপ্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে লু খাং বলেন, নেপালের সুপ্রতিবেশী দেশ ও ভালো বন্ধু হিসেবে দেশটির নিজস্ব উন্নয়ন পথকে সমর্থন দেয় চীন। চীন আশা করে নেপালের বিভিন্ন পক্ষ সংহতি ও সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040