চীন-পাকিস্তান পরমাণু বিদ্যুত্ উত্পাদন ইউনিট তৈরির চুক্তি স্বাক্ষর
  2017-11-22 10:08:48  cri
নভেম্বর ২২: গতকাল (মঙ্গলবার) চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন অর্থাত্ সিএনএনসির প্রধান ওয়াং শৌ চুন ও পাকিস্তানের পরমাণু কমিশনের চেয়ারম্যান মোহামেদ নাইম চাশ্মা পরমাণু বিদ্যুত্ স্টেশনের ৫ম ইউনিট তৈরির চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তি অনুযায়ী, সিএনএনসি 'হুয়ালুং ১ নং' প্রযুক্তি দিয়ে পাকিস্তানের চাশ্মায় একটি দশ লাখ কিলোওয়াট উত্পাদন ক্ষমতার পরমাণু বিদ্যুত্ ইউনিট তৈরি করবে।

'হুয়ালং ১ নং' প্রযুক্তি চীনের নিজস্ব উদ্ভাবন। এটি তৃতীয় প্রজন্মের উচ্চ-চাপের পানির পরমাণু চুল্লি বা পরমাণু বিদ্যুত্ উত্পাদন প্রযুক্তি। এটি 'চীনের উত্পাদন ২০২৫' পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমানে বিদেশে সিএনএনসি'র চারটি 'হুয়াংলুং ১ নং' বিদ্যুত্ ইউনিটের কাজ সুষ্ঠুভাবে চলছে।

জানা গেছে, পাকিস্তানে সিএনএনসি'র এই পরমাণু বিদ্যুত্ প্রকল্প সম্পন্ন হলে দেশটির বিদ্যুতের ঘাটতি কমবে, অর্থনৈতিক উন্নয়ন জোরদার হবে এবং স্থানীয় মানুষের জীবনযাপনের মান বাড়বে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040