রাষ্ট্রীয় ঋণ প্রকাশে নিয়ম লঙ্ঘনে জিজ্ঞাসাবাদের মুখে শ্রীলংকার প্রধানমন্ত্রী
  2017-11-21 10:43:01  cri
নভেম্বর ২১: শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় ঋণ প্রকাশের কারণে দেশটির প্রধানমন্ত্রী রনিল ভিক্রমাসিংহকে গতকাল (সোমবার) জিজ্ঞাসাবাদ করেছে প্রেসিডেন্টের তদন্ত কমিটি।

জিজ্ঞাসাবাদের পর প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রেসিডেন্ট এবং কয়েকজন মন্ত্রী এ জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এ নিয়ে আমার লুকানোর কিছু নেই।

শ্রীলংকার ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে প্রেসিডেন্টের তদন্ত কমিটি।

স্থানীয় গণমাধ্যম শ্রীলংকার বিরোধী দলের উদ্ধৃতি দিয়ে জানায়, রাষ্ট্রীয় ঋণের মোট পরিমাণ ছিলো ১০০ কোটি শ্রীলংকান রুপি। তবে সরকারের চাহিদা পূরণ করতে গিয়ে এ ঋণের পরিমাণ দাঁড়ায় ১০০০ কোটি রুপি। এর মধ্যে অর্ধেকরও বেশি ঋণে তত্কালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্জুনা মাহেনদ্রানের ভূমিকা রয়েছে।

এর আগে সংসদের বিরোধীদল বহুবার অভিযোগ করে, প্রধানমন্ত্রী ভিক্রমাসিংহ তত্কালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেন। এর সঙ্গে নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় ঋণ প্রকাশের কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্তের দাবি জানায় তারা।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040