কক্সবাজারে শরণার্থী শিবিরে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী
  2017-11-19 19:18:08  cri
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাপান, জার্মানি, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি।

রোববার ইনানি হয়ে কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মোঘেরিনি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব শহীদুল হক ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা এ সময় তাদের সঙ্গে ছিলেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040