চন্দ্র-গবেষণা নিয়ে সহযোগিতার প্রশ্নে জাপান-ভারত আলোচনা
  2017-11-19 18:31:13  cri
নভেম্বর ১৯: চন্দ্র-গবেষণা নিয়ে সহযোগিতার বিষয়ে জাপানের সাথে ভারতের আলোচনা চলছে। গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাকাশ ফোরামে এ তথ্য জানান ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সভাপতি কিরণ কুমার। ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ ফোরাম অনুষ্ঠিত হয়।

এর আগেও দু'দেশের মধ্যে চন্দ্র-গবেষণা নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। ২০০৭ সালে জাপান 'কাগুয়া' নামক চন্দ্র-কেন্দ্রিক অনুসন্ধান উপগ্রহ মহাশূন্যে পাঠায়। অন্যদিকে, ২০০৮ সালে ভারত মহাশূন্যে পাঠায় 'চন্দ্রযান-১' নামক কৃত্রিম উপগ্রহ।

'চন্দ্রযান-১'-এর জন্য ভারতের খরচ হয় ৮ কোটি মার্কিন ডলার। অথচ 'কাগুয়া' প্রকল্পে জাপানকে বিনিয়োগ করতে হয় ৪৮ কোটি ডলার। এ খাতে দু'দেশের সহযোগিতায় ফলে জাপান ভারতের কাছ থেকে খরচ কমানোর কৌশল জানবে এবং বিনিময়ে ভারত জাপানের কাছ থেকে পাবে আর্থিক সহায়তা। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040