বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গৌরবময় ৫০ বছর পূর্তিতে "সুবর্ণজয়ন্তী" উৎসব উদযাপিত
  2017-11-18 18:56:57  cri


নানা কর্মসূচির মাধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণজয়ন্তী। ১৯৬৭ সালের ১৬ই নভেম্বর রংপুর বেতারের অনুষ্ঠান প্রচার শুরু হয়। বৃহস্পতিবার রংপুর বেতারের গৌরবময় ৫০ বছর উপলক্ষ্য দু'দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর সকলে র‌্যালীতে অংশ নেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনের বাহক এই রংপুর বেতার। রংপুর অঞ্চলের এক সময় মানুষের বিনোদনের চাহিদা মেটাতে এই বেতার ছিলো একমাত্র মাধ্যম। রংপুরের মানুষ মনের প্রফুল্ল রংপুর বেতারের মাধ্যমেই খুঁজে পেত। রংপুর বেতারের মাধ্যমে আমাদের ঐতিহ্য ভাওয়াইয়া গানকে আমরা খুঁজে পেতাম। আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে রংপুর বেতারকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি বলেছেন, (REC_03_Dalia, MP)

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেছেন, (REC_05_Narayan Chandra Shil, DG Betar)

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা আরো বলেছেন, (REC_7_Md.Mashiur Rahman Ranga, MP)

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেছেন, (REC_9_A B M Jakir Hossain, Additional Superintendent of Police, Rangpur)

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, (REC_11_Muhammad Wahiduzzaman, Deputy Commissioner, Rangpur)

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল বলেন, (REC_13_Towhidur Rahman Tutul, former General Secretary, District Shilpakala Academy, Rangpur)

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ বলেছেন, (REC_15_Salahuddin Ahmed, Deputy Director General (Program), Bangladesh Betar)

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার বলেছেন, (REC_17_Hosne Ara Talukder, Deputy Director General (News), Bangladesh Betar)

শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ধারণকৃত অতিথিদের বক্তব্য। আগামী অনুষ্ঠানে শুনবেন একি বিষয়ের উপর বাংলাদেশ বেতারের আরো কয়েকজন কর্মকর্তা ও শ্রোতাদের সাক্ষাৎকার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের রেকর্ডিং।

রংপুর থেকে,

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040