দিল্লিতে 'চীন-ভারত যুব পার্টি' আয়োজিত
  2017-11-18 18:08:09  cri
নভেম্বর ১৮: গতকাল (শুক্রবার) নয়াদিল্লির চীনা দূতাবাসে আয়োজন করা হয় 'চীন-ভারত যুব পার্টি'র। এতে ১৯৪ সদস্যের চীনা যুব প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। পার্টিতে ভারতে চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই, চীনা কমিউনিস্ট যুব লীগের সচিবালয়ের সম্পাদক ইন দং মেই, এবং ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অমরেন্দ্র কুমার দুবেসহ ৪ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লুও চাও হুই বলেন, যুবসমাজের উন্নয়ন ও অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য দু'দেশের দায়িত্ব পালন করতে হবে। আজকের তরুণ-তরুণীরা হচ্ছে দেশ ও বিশ্বের ভবিষ্যত। এরা দু'দেশের সম্পর্কের ভবিষ্যতও বটে। দু'দেশের তরুণ-তরুণীদের মধ্যে যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

এ সময় দুবে চীনা যুব প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ভারত চীনের সাথে সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করাও ওপর বেশি গুরুত্ব দেয়।

অনুষ্ঠানে ইন দং মেই বলেন, চীনা যুব প্রতিনিধিদলের উচিত গভীরভাবে ভারতের সংস্কৃতিকে জানা এবং দু'দেশের সাংস্কৃতিক যোগাযোগের দূত হিসেবে দায়িত্ব পালন করা।

উল্লেখ্য, ভারতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট যুব লীগের সচিবালয়ের সম্পাদক ও জাতীয় ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা ইন দং মেই'র নেতৃত্বে ১৯৬ সদস্যের চীনা যুব প্রতিনিধিদলটি ১৪ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছায়। আট দিনের সফরে দলটি আহমেদাবাদ, কলকাতা, পাটনা ও মুম্বাইও যাবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040