ত্রাণ ও দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত চীন-মার্কিন যৌথ সামরিক মহড়া
  2017-11-18 15:53:58  cri

নভেম্বর ১৮: যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে গত বৃহস্পতিবার শুরু হয় ত্রাণ ও দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত চীন-মার্কিন যৌথ সামরিক মহড়া। এতে দু'দেশের দুই শতাধিক সৈন্য অংশ নেয়। এ ছাড়া, মহড়ায় কানাডা, সিঙ্গাপুর, জাপান, ফিলিপিন্স ও বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়।

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে চীনা সামরিক প্রতিনিধিদলের প্রধান হুয়াং থাও ই বলেন, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং সমৃদ্ধি অর্জনের সাথে দু'দেশের অভিন্ন স্বার্থ জড়িত। তাই দু'দেশের উচিত এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করা। চীন দু'দেশের নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মার্কিন সামরিক প্রতিনিধিদলের প্রধান সুসান ড্যাভিডসন বলেন, দু'দেশের বাহিনীর উচিত পারস্পরিক আস্থা জোরদারে কাজ করা। বিগত কয়েক বছরে মানবিক ত্রাণ বিতরণ ও দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে দু'দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040